আপনার তথ্য আমাদের কাছে আমানত
প্রাইভেসি পলিসি - সহজ ভাষায়
সর্বশেষ আপডেট: ১ ডিসেম্বর, ২০২৫
সংক্ষেপে
আমরা Bebshar Dost (ব্যবসার দোস্ত)। আপনার গোপনীয়তা রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা শুধুমাত্র সেই তথ্য সংগ্রহ করি যা আপনার ওয়েবসাইট বানাতে এবং সাপোর্ট দিতে প্রয়োজন। আমরা কখনো আপনার তথ্য বিক্রি করি না বা তৃতীয় পক্ষের সাথে শেয়ার করি না।
আমরা কী তথ্য নিই?
যখন আপনি আমাদের সাথে যোগাযোগ করেন:
- •আপনার নাম
- •মোবাইল নাম্বার (WhatsApp/ফোন)
- •ইমেইল এড্রেস (যদি দেন)
- •ব্যবসার ধরন এবং প্রয়োজন
যখন আপনি আমাদের ওয়েবসাইট ব্রাউজ করেন:
- •আপনার IP address
- •Browser type
- •কোন পেজগুলো ভিজিট করেছেন
তথ্য কেন ব্যবহার করি?
শুধুমাত্র আপনার সাথে যোগাযোগ করতে এবং আপনার সার্ভিসটি উন্নত করতে আমরা এই তথ্য ব্যবহার করি।
- ✓আপনার সাথে যোগাযোগ করতে (প্রজেক্ট নিয়ে)
- ✓আপনার ওয়েবসাইট বানাতে
- ✓সাপোর্ট দিতে
- ✓আপডেট বা নতুন সার্ভিস সম্পর্কে জানাতে (শুধুমাত্র যদি আপনি permission দেন)
আমরা কখনো করি না:
- ✗আপনার ফোন নাম্বার বা ইমেইল বিক্রি করি
- ✗অযথা spam email/message পাঠাই
- ✗তৃতীয় পক্ষের সাথে শেয়ার করি
থার্ড-পার্টি সার্ভিস
ওয়েবসাইটটি ভালোমতো চালানোর জন্য আমরা Google Analytics বা Sanity.io এর মতো কিছু বিশ্বস্ত সার্ভিস ব্যবহার করি।
এই সার্ভিসগুলো শুধুমাত্র টেকনিক্যাল কাজে ব্যবহার করা হয়, যেমন সাইটের পারফরমেন্স চেক করা বা কোন পেজ বেশি দেখা হচ্ছে তা বোঝা।
আপনার অধিকার
আপনি চাইলে যেকোনো সময়:
- ✓আমাদের কাছে থাকা আপনার তথ্য দেখতে পারেন
- ✓ভুল তথ্য সংশোধন করতে পারেন
- ✓আপনার তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারেন
- ✓আমাদের email/message পাওয়া বন্ধ করতে পারেন
দোস্ত হিসেবে আপনার গোপনীয়তা রক্ষা করা আমাদের দায়িত্ব। এসবের জন্য শুধু আমাদের জানান:bebshardost@gmail.com
Cookies সম্পর্কে
আমরা cookies ব্যবহার করি আপনার ব্রাউজিং experience ভালো করতে। Cookies হলো ছোট text file যা আপনার browser এ save হয়।
আমরা cookies ব্যবহার করি:
- •আপনার পছন্দ মনে রাখতে
- •কোন page গুলো বেশি দেখা হচ্ছে বুঝতে
- •ওয়েবসাইট কীভাবে আরো ভালো করা যায় তা বুঝতে
আপনি চাইলে আপনার browser settings থেকে cookies বন্ধ করতে পারেন।
পলিসি আপডেট
আমরা মাঝে মাঝে এই পলিসি আপডেট করতে পারি। কোনো বড় পরিবর্তন হলে আমরা আপনাকে জানাবো (email বা আমাদের ওয়েবসাইটে notice দিয়ে)। নতুন পলিসি এই পেজে post করার পর থেকে কার্যকর হবে।
প্রশ্ন আছে? আমরা এখানে আছি।
Privacy নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা আপনার তথ্য নিয়ে কিছু জানতে চাইলে, বন্ধুর মতো জিজ্ঞেস করুন: