হ্যালো উদ্যোক্তা বন্ধু

আমরা কোনো 'এজেন্সি' নই।
আমরা বাংলাদেশের প্রথম 'অ্যান্টি-এজেন্সি'

বড় অফিসের গ্লাস ডোর বা কোট-টাই পরা 'সিইও'-র ভয় এখানে নেই। এখানে আছে একজন "দোস্ত"—যে আপনার ব্যবসার স্বপ্নটাকে নিজের মনে করে।

"এখানে কোনো 'স্যার' নেই।
এখানে সব 'ভাই', 'আপু' বা 'দোস্ত'।"

ব্যবসা করতে এসে একা বোধ করছেন?

হয়তো আপনি সদ্য ব্যবসা শুরু করেছেন। মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে:

  • "আমার কি আসলেই ওয়েবসাইট লাগবে?"
  • "বাজেট অনেক কম, আমি কি পারবো?"
  • "ফেসবুকে বুস্ট করেও সেল হচ্ছে না কেন?"

এজেন্সির কাছে গেলে তারা হয়তো কয়েক হাজার টাকার প্যাকেজ ধরিয়ে দেয়। আর ফেসবুকে গ্রুপে জিজ্ঞেস করলে একদল মানুষ হাসাহাসি করে।

ব্যবসার দোস্ত হলো সেই জায়গা, যেখানে আপনি মন খুলে কথা বলতে পারেন। আমরা আপনাকে জাজ (Judge) করি না, বরং আপনার স্বপ্নের দিকে তাকাই।

টাই খুলে ফেলার গল্প

আমি শামীম। একসময় আমিও তথাকথিত "এজেন্সি" চালাতাম। নাম ছিল 'GroWise Studio'। আমরা টেকনিক্যালি অনেক ভালো ছিলাম, কিন্তু কিছু একটা মিসিং ছিল।

আমি দেখতাম, ছোট উদ্যোক্তারা (বিশেষ করে এফ-কমার্স ব্যবসায়ীরা) আমার সাথে কথা বলতে ভয় পেতেন। তারা ভাবতেন, "এরা তো অনেক বড় লোক, আমার ছোট ব্যবসার কথা শুনবে কি?"

অথচ আমি জানি, বাংলাদেশের অর্থনীতির আসল চাকা ঘোরায় এই ছোট উদ্যোক্তারাই। ২০২৪ এর অক্টোবরে আমি সিদ্ধান্ত নিলাম—যথেষ্ট হয়েছে। আমি আর কর্পোরেট সেজে থাকবো না।

আমি আমার এজেন্সি বন্ধ করে দিলাম। টাই খুলে ফেললাম।
এবং শুরু করলাম "ব্যবসার দোস্ত"।

উদ্দেশ্য একটাই: ছোট ব্যবসাকে বড় ব্র্যান্ডে পরিণত করা—বন্ধুর মতো পাশে থেকে।

আমরা 'ওয়েবসাইট' বেচি না।
আমরা 'সেলস মেশিন' বানাই।

টেকনিক্যাল সব দায়িত্ব আমাদের

সার্ভার স্লো? সাইট হ্যাক? আপডেট লাগবে? সব আমাদের মাথাব্যথা। আপনি শুধু ব্যবসায় মন দিন।

আমরা মাছ ধরতে শেখাই

ওয়েবসাইট বানিয়ে দিয়েই খালাস না। প্রথম অর্ডারটা কীভাবে আনবেন, সেই ব্লু-প্রিন্ট আমরাই দেব।

শতভাগ সততা

আপনার যদি ওয়েবসাইটের দরকার না হয়, আমরা মুখের উপর বলে দিই—"দোস্ত, এখন টাকা খরচ করো না।"

Md. Shamim Hossain - Founder of BebsharDost
আপনাদের দোস্ত

পর্দার পেছনের মানুষটি

হাই, আমি মোঃ শামীম হোসেন

আমি স্বপ্ন দেখি বাংলাদেশের ছোট উদ্যোক্তাদের জন্য টেকনোলজিকে সহজ করার। আমার লক্ষ্য সোজা: দেশে এমন একটা কালচার তৈরি করা যেখানে ছোট উদ্যোক্তারা ঠকবে না।

#Next.js Expert#Marketing Strategist#Book Lover#Traveller

বড় এজেন্সির ভয়? আসুন, বন্ধুর মতো কথা বলি।

কোনো সেলস পিচ নয়। কোনো বাধ্যবাধকতা নেই।
শুধু আপনার ব্যবসার গল্প শুনবো এবং দেখবো আমরা কোনোভাবে সাহায্য করতে পারি কিনা।

চা আড্ডা দিন (ফ্রি)