মার্কেটিংসেলস মেশিন

ফেসবুক পেইজ সেটআপের ৫টি সাধারণ ভুল

Md. Shamim Hossain
Md. Shamim Hossain
Founder & Digital Dost
৯ নভেম্বর, ২০২৫
1 মিনিট পড়া
ফেসবুক পেইজ সেটআপের ৫টি সাধারণ ভুল

একজন ডিজিটাল মার্কেটার হিসেবে যখনই কোনো পেইজ নিয়ে কাজ করি, তখন দেখি বেশিরভাগ ছোট ব্যবসায়ীরা তাদের পেইজ সেটআপের সময় এই ৫টি সাধারণ ভুল করে থাকেন।

এই লেখাটি শেয়ার করুন

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এটা থেকে উপকৃত হতে পারেন

বেশিরভাগ ছোট ব্যবসায়ী এই ভুলগুলো করেন - আপনিও কি করছেন?

একজন ডিজিটাল মার্কেটার হিসেবে যখনই কোনো পেইজ নিয়ে কাজ করি, তখন দেখি বেশিরভাগ ছোট ব্যবসায়ীরা তাদের পেইজ সেটআপের সময় এই ৫টি সাধারণ ভুল করে থাকেন:

১. ইউনিক ইউজারনেম (@username) সেট না করা

একটি ইউনিক ও সহজ ইউজারনেম (যেমন: @bebshardost) আপনার পেইজকে সহজেই খুঁজে পেতে সাহায্য করে এবং ব্র্যান্ডিংয়ের জন্যেও জরুরি।

২. প্রোফাইল ও কভার ফটো প্রফেশনাল না হওয়া

আপনার লোগো এবং কভার ফটো গ্রাহকের মনে প্রথম প্রভাব ফেলে। এটি অস্পষ্ট বা অপ্রাসঙ্গিক হলে আপনার ব্র্যান্ডের ওপর বিশ্বাস কমে যায়।

৩. 'Call to Action' (CTA) বাটন যুক্ত না করা

পেইজে WhatsApp, Messenger, Call Now বা Shop Now-এর মতো বাটন যুক্ত না করলে গ্রাহকরা আপনার সাথে সহজেই যোগাযোগ করার সুযোগ হারায়।

৪. পেইজের 'About' সেকশন অসম্পূর্ণ রাখা

আপনার ব্যবসার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বাড়াতে ওয়েবসাইট, লোকেশন, যোগাযোগের তথ্য দিয়ে 'About' সেকশনটি সম্পূর্ণ পূরণ করা আবশ্যক।

৫. সঠিক পেইজ ক্যাটাগরি সেট না করা

অনেকেই ভুল ক্যাটাগরি (যেমন: পণ্যের পেইজের জন্য 'Personal Blog') নির্বাচন করেন। এর ফলে ফেসবুক আপনার পেইজের সঠিক গ্রাহকদের খুঁজে পায় না এবং পেইজের দরকারি ফিচারগুলো (যেমন: Shop, Services) চালু হয় না।

রেডি টু স্টার্ট?

আপনার নিজস্ব 'সেলস মেশিন' বানাতে প্রস্তুত?

এই ব্লগ পোস্ট পড়ে যদি মনে হয়, "হ্যাঁ, আমার এটা দরকার!"—তাহলে আর দেরি করবেন না।

ডিজিটাল শোরুম

৳১২,০০০

নতুনদের জন্য পারফেক্ট শুরু

  • অল-ইন-ওয়ান প্রোডাক্ট শোকেস
  • সরাসরি হোয়াটসঅ্যাপ সেলস ফানেল
  • ৫-৭ দিনে ডেলিভারি
বিস্তারিত দেখুন
সবচেয়ে জনপ্রিয়

ডিজিটাল ব্র্যান্ড স্টোর

৳৩৫,০০০

সিরিয়াস ব্যবসায়ীদের জন্য সেরা

  • কমপ্লিট ই-কমার্স সিস্টেম
  • নিজেই প্রোডাক্ট যোগ করুন (CMS)
  • ১২-১৫ দিনে ডেলিভারি
এখনই শুরু করুন

এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না?

কোনো সমস্যা নেই! আসুন, এক কাপ 'ডিজিটাল চা আড্ডা' ☕ করি। আমরা আপনার সব প্রশ্নের উত্তর দেব।

হোয়াটসঅ্যাপে কথা বলুন

এই লেখাটি শেয়ার করুন

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এটা থেকে উপকৃত হতে পারেন

আপনার মতামত জানান

এই লেখা সম্পর্কে আপনার কী মনে হলো? নিচে কমেন্ট করে জানান। আপনার প্রশ্ন বা মতামত আমাদের অনুপ্রাণিত করে। 💬

Md. Shamim Hossain

Md. Shamim Hossain

Founder & Digital Dost

Helping small businesses get customers online.